সিগন্যাল একটি ফ্রি ও নিরাপদ মেসেজিং অ্যাপ, যা আপনার যোগাযোগের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অন্য অনেক মেসেজিং অ্যাপের চেয়ে সিগন্যাল আলাদা। কারণ এটি ওপেন-সোর্স, অর্থাৎ অ্যাপটির সোর্স-কোড সবাই দেখতে পারে, এটি কতটুকু সুরক্ষিত তা যাচাই করা সম্ভব। এছাড়া অ্যাপটিতে যেসব বার্তা আদান-প্রদান হয়ে থাকে তা স্বয়ং সিগন্যাল কোম্পানিও দেখতে পারে না।
সিগন্যালের বিশেষ সুবিধা:
১. অটোমেটিক এনক্রিপশন
– আপনার সব মেসেজ, কল এবং ফাইল গোপন কোডে রূপান্তরিত হয়। শুধু আপনি নিজে এবং যাকে বার্তা বা কোনো তথ্য পাঠাচ্ছেন তিনি দেখতে পারবেন – তা বাদে সিগন্যাল কোম্পানিও সেটি দেখতে পারবে না।
– অ্যাপটিতে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো আলাদা সেটিং করতে হয় না, সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত।
২. কোনো বিজ্ঞাপন বা ডেটা কালেকশন নেই
– আপনার কোন তথ্য সংগ্রহ করে না
– কোনো বিজ্ঞাপন দেখায় না
– এটি একটি নন-প্রফিট অ্যাপ, ব্যবসা নয় বরং ব্যবহারকারীদের গোপনীয়তাই যাদের লক্ষ্য।
৩. হোয়াটসঅ্যাপ/টেলিগ্রামের চেয়ে বেশি নিরাপদ
– হোয়াটসঅ্যাপ ফেসবুকের (মেটা) মালিকানাধীন, এবং অ্যাপটি আপনার তথ্য শেয়ার করে।
– টেলিগ্রামে শুধু “সিক্রেট চ্যাট” এনক্রিপ্টেড, অপরদিকে সিগন্যালে সবকিছুই এনক্রিপ্টেড।
৪. স্বয়ংক্রিয় ডিলিট মেসেজ ও লক সিস্টেম
– মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সিস্টেম আছে।
– অ্যাপ লক করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট বা পিন দিয়ে।
৬. ফ্রি কল, ভিডিও কল ও গ্রুপ চ্যাট
– নিরাপদ ভয়েস/ভিডিও কল করতে পারেন।
– ফাইল, ছবি শেয়ার করতে পারেন।
– গ্রুপ চ্যাটও সম্পূর্ণ এনক্রিপ্টেড।
সিগন্যাল (The Signal) অ্যাপ ইনস্টল ও ব্যবহার করার ধাপগুলোঃ
ধাপ ১: অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা
১। অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা:
- গুগল প্লে স্টোরে (Google Play Store) গিয়ে “Signal” লিখে সার্চ করুন।
- ইনস্টল (Install) বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
২। আইফোন (iOS) ব্যবহারকারীরা:
- অ্যাপ স্টোরে (App Store) গিয়ে “Signal Private Messenger” লিখে সার্চ করুন।
- ডাউনলোড (Get) বাটনে ক্লিক করে ইনস্টল করুন।
ধাপ ২: অ্যাকাউন্ট খোলা (রেজিস্ট্রেশন)
- অ্যাপ ওপেন করার পর অ্যালাউ (Allow) ক্লিক করে অনুমতি (Permission) দিন। (কন্টাক্ট, নোটিফিকেশন ইত্যাদির জন্য)
- আপনার ফোন নম্বর দিন (যেমন: +8801XXXXXXXX)।
- এরপর একটি এসএমএস (SMS) বা কল আসবে ভেরিফিকেশন কোড নিতে, সেটি অটো-ফিল হবে।
- তারপর আপনার পিন নাম্বার দিন এবং কনফার্ম করুন।
- এবার আপনার নাম লিখুন (যা অন্যরা দেখবে)।
ধাপ ৩: প্রোফাইল সেটআপ করা
- প্রোফাইল পিকচার (যদি চান) যোগ করতে পারেন।
ধাপ ৪: চ্যাট শুরু করা
- নিচের পেন্সিল আইকনে ক্লিক করুন নতুন চ্যাট শুরু করতে।
- কোনো কন্টাক্ট সিলেক্ট করুন (যদি তারাও সিগন্যাল ব্যবহার করে)।
- মেসেজ লিখে সেন্ড করুন।
ধাপ ৫: কল বা ভিডিও কল করা
- চ্যাট ওপেন করে ভিডিও ক্যামেরা বা ফোন আইকনে ক্লিক করুন।
- কল কানেক্ট হলে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড যোগাযোগ হবে।
ধাপ ৬: গ্রুপ তৈরি করা
- অ্যাপের উপরের মেনু থেকে (⋮) ক্লিক করুন।
- নতুন গ্রুপ (New Group) নির্বাচন করে বন্ধুদের যোগ করুন।
- গ্রুপের নাম দিন এবং চালু (Create) করুন।
ধাপ ৭: সেটিংস ও গোপনীয়তা
- হোম স্ক্রিনে উপরের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
- প্রাইভেসি (Privacy) অপশনে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়া (Disappearing Messages), স্ক্রিন লক (Screen Lock) ইত্যাদি সেট করতে পারেন।
সিগন্যালের বিশেষ সুবিধা:
- ফ্রি ও নিরাপদ (কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেই)।
- এন্ড-টু-এন্ড এনক্রিপশন (কেউ মেসেজ পড়তে পারে না)।
- গ্রুপ চ্যাট, ভয়েস/ভিডিও কল সুবিধা।
- ফাইল, ফটো, ভয়েস নোট শেয়ার করা যায়।
উপরের নির্দেশনাগুলো মেনে আপনি সিগন্যাল অ্যাপ ইনস্টল ও ব্যবহার করতে পারেন এবং আপনার তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে পারেন।
হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করা সহজ, তবে সিগন্যাল সত্যিকারের গোপনীয়তা দেয়। আপনার ডাটা কেউ সংগ্রহ করবে না, ট্র্যাক করবে না– ফলে নিরাপদে মেসেজ ও কল করতে পারবেন।