আমরা প্রাত্যহিক জীবনে নানা ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি, যার মধ্যে আমাদের ব্যক্তিজীবন এবং কর্মক্ষেত্রের অসংখ্য সংবেদনশীল তথ্য আমরা সংরক্ষণ করি। এই সকল ডিভাইসকে আমরা সুরক্ষিত না রাখতে পারলে নিমিষেই আমাদের অতি গুরুত্বপূর্ণ তথ্য অন্যের নিকট প্রকাশ পেতে পারে। যেহেতু আমরা শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহারে সীমাবদ্ধ নেই, আবার ভিন্ন ভিন্ন ডিভাইসের প্রয়োজনীয়তা এবং কাজের ধরন আলাদা, সুতরাং এই সকল ডিভাইসকে সুরক্ষিত রাখতে কোন একটি মাত্র উপায় অবলম্বন করেই নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের নিত্য ব্যবহার্য এইসকল ডিভাইসের সুরক্ষার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে-
- একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ডিভাইস লক করুন। পাসওয়ার্ড যত কথিইন এবং দীর্ঘ হবে সেটি অন্যদের জন্য আনলক করা ততই কঠিন।
- ডিভাইসের অপারেটিং সিস্টেম, অ্যাপস এবং ব্রাউজার নিয়মিত আপডেট করুন।
- আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্য মাঝে মাঝে অডিট করুন এবং এটি কীভাবে আপনাকে বা অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে তা বিবেচনা করুন।
- আপনার ডিভাইসগুলি নষ্ট, হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার মধ্যে সংরক্ষিত সকল তথ্য হারিয়ে যেতে পারে, তাই নিয়মিত ব্যাকআপ নিন। আপনার নিয়মিত ওয়ার্কস্টেশন থেকে দূরে নিরাপদে ব্যাকআপ কপি সংরক্ষণ করুন।
- ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য নিয়মিত মুছে ফেলুন। মুছে ফেলা ফাইলগুলি যেন সহজেই আবার ফিরিয়ে আনা না যায় তার জন্য স্থায়ী ভাবে মুছে ফেলার বিশেষ সফটওয়্যার ব্যবহার করুন। https://www.bleachbit.org/ থেকে বিনামূল্যে আপনি ব্লিচবিট সফটওয়্যার ডাউনলোড করে এই কাজটি করতে পারেন। আরও বিস্তারিত জানতে ছবি সহ তাদের ডকুমেন্টেশন পেজ ঘুরে আস্তে পারেন- https://docs.bleachbit.org/
- কোন পাবলিক স্থানে আপনার ডিভাইস চার্জ করার সময় সহ ডিভাইসগুলিকে চোখের আড়ালে রাখবেন না, কারণ সেগুলি চুরি হতে পারে বা টেম্পারড হতে পারে৷
- বিভিন্ন ইভেন্টে বিনামূল্যেবিতরণ করা ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করবেন না। এগুলি ম্যালওয়্যার দিয়ে লোড করা থাকতে পারে যা আপনার কম্পিউটারকে সংক্রামিত করতে পারে।
- আপনার ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে জে সমস্ত তথ্য ক্লাউডে ব্যাকআপ হয় সেগুলি নিরাপদ নয়। হয় আপনাকে একটি এনক্রিপশন তুল ব্যবহার করতে হবে অথবা সেটিং থেকে ক্লাউডে ব্যাকআপ বন্ধ করতে হবে।
- আপনার মোবাইল ডিভাইস চুরি হয়ে গেলে সেটির মধ্যে থাকা তথ্য যেন আপনি দূরে থেকেই মুছে ফেলতে পারেন তা নিশ্চিত করুন। Android এর জন্য https://www.google.com/android/find/ এবং iOS এর জন্য https://icloud.com ভিসিত করুন। তবেব মনে রাখতে হবে, এই ফাংশনটি সুধু মাত্র ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলে তবেই কাজ করবে।
- আপনি যদি অত্যাধুনিক স্পাইওয়্যারের মাধ্যমে অনুসরণ হওয়ার ঝুঁকিতে থাকেন এবং iPhone ব্যবহার করেন, তাহলে লকডাউন মোড চালু করার কথা বিবেচনা করতে পারেন।
- ডিভাইস নষ্ট হলে তা অবশই একজন বিশ্বস্ত টেকনিশিয়ানের নিকট থেকে সার্ভিস করান।
- আপনি নিজে অন্যের ডিভাইস ব্যবহার করবেন না, এবং অন্যকে আপনার ডিভাইস ব্যবহার করতে দিবেন না।