আপনি কি জানেন কম্পিউটার থেকে সাধারণভাবে ডিলিট করা ফাইল আসলে সম্পূর্ণ মুছে যায় না? কিংবা কখনো লক্ষ্য করেছেন আপনার কম্পিউটার দিন দিন ধীরগতির হয়ে যাচ্ছে? অথবা হঠাৎ করে দেখেছেন হার্ড ডিস্কের স্পেস প্রায় পূর্ণ হয়ে গেছে? এই সমস্যার সমাধান করতে পারে ব্লিচবিট – যা একটি শক্তিশালী কিন্তু ব্যবহারে সহজ সফটওয়্যার।
ব্লিচবিট হলো একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার যা আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সব ফাইল (জাঙ্ক ফাইল) চিরতরে মুছে দেয়, ইন্টারনেট ব্রাউজিং এর ক্যাশ ও হিস্ট্রি পরিষ্কার করে, টেম্পোরারি সিস্টেম ফাইল ডিলিট করে বিভিন্ন প্রোগ্রামের অব্যবহৃত ডেটা সরিয়ে ফেলে। এটা যেকোনো ডিভাইস এর উইন্ডোজ এবং লিনাক্স – দুটি অপারেটিং সিস্টেমেই কাজ করে।
ব্লিচবিট (BleachBit)-এর ব্যবহার:
- কম্পিউটার ফাস্ট করবে: অপ্রয়োজনীয় ফাইল চিরতরে মুছে সিস্টেমের স্পিড বাড়াবে।
- ডিভাইসে স্পেস খালি করবে: হার্ড ডিস্কে জায়গা খালি করবে।
- প্রাইভেসি প্রটেক্ট করবে: ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ ইত্যাদি মুছে দেবে।
- নিরাপদ: গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ক্ষতি করে না।
আমরা প্রতিদিন কম্পিউটার বা ল্যাপটপে হাজারো ফাইল ডিলিট করি। কিন্তু সাধারণভাবে ডিলিট করা এই ফাইলগুলো আসলে সম্পূর্ণভাবে মুছে যায় না। এখানেই ব্লিচবিটের ভূমিকা অপরিসীম। যেমনঃ
- সাধারণ ডিলিটের সমস্যা:
– আপনি যখন ফাইল ডিলিট করেন, সেটি প্রথমে রিসাইকেল বিনে যায়
– রিসাইকেল বিন খালি করলেও ফাইলটি হার্ড ডিস্কে রয়ে যায়
– বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সহজেই এগুলো ফিরে পাওয়া যায়
– এটি আপনার গোপনীয়তার জন্য মারাত্মক হুমকি
- ব্লিচবিট যেভাবে কাজ করে:
– এটি শুধু ফাইল ডিলিটই করে না, বরং বারবার ওভাররাইট করে
– বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে
– ফাইলের আসল ডেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে
– কোনো সফটওয়্যার দিয়ে ফাইল রিকভারি করা অসম্ভব করে তোলে
- বিশেষভাবে প্রয়োজনীয় টুল:
– ব্যাংকিং বা সেনসিটিভ ডকুমেন্ট ব্যবহারকারীদের জন্য
– যারা কম্পিউটার বিক্রি বা হস্তান্তর করবেন
– সাইবার সিকিউরিটি সচেতন ব্যক্তিদের জন্য
– অফিস বা প্রতিষ্ঠানের গোপন ফাইল মুছতে
- বিশেষ সতর্কতা:
– কোনো ফাইল মুছার আগে দুবার ভাবুন
– সিস্টেম ফাইল সম্পর্কে না জানলে মুছবেন না
– মুছে ফেলা ফাইল কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না
– প্রথমে অপ্রয়োজনীয় ব্রাউজার ক্যাশে দিয়ে শুরু করুন
- বাস্তব জীবনের উদাহরণ:
– আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট ডিলিট করেন, সাধারণভাবে করলে সেটি রিকভার করা সম্ভব
– কিন্তু ব্লিচবিট ব্যবহার করলে সেটি চিরতরে মুছে যাবে
– কম্পিউটার বিক্রি করার সময় পূর্ববর্তী ব্যবহারকারীর ডেটা ফিরে পাওয়া যাবে না।
ব্লিচবিট (BleachBit) ব্যবহার করার পদ্ধতি:
ব্লিচবিট (BleachBit) ডাউনলোড ও ব্যবহার করার সহজ ধাপ (Windows-এর জন্য):
১. ব্লিচবিট (BleachBit) ডাউনলোড করুন:
– প্রথমে ব্রাউজার (Chrome/Firefox) খুলে BleachBit অফিসিয়াল ওয়েবসাইটে যান।
– Download বাটনে ক্লিক করুন।
– আপনার সিস্টেমের জন্য সঠিক ভার্সন (Windows 32-bit বা 64-bit) নির্বাচন করুন।
– ডাউনলোড শুরু হবে (ফাইলটা সাধারণত Downloads ফোল্ডারে সেভ হবে)।
২. ব্লিচবিট (BleachBit) ইন্সটল করুন:
– ডাউনলোড করা ফাইলটিতে (যেমন: bleachbit-x.x-setup.exe) ডাবল-ক্লিক করুন।
– ইন্সটলার ওপেন হলে Next চাপুন।
– ‘Install’ অপশন সিলেক্ট করে ইন্সটল শেষ করুন।
– যে ফোল্ডারে ডাউনলোড করতে চান সেটি ব্রাউজ করে ‘Next’ চাপুন।
– ডাউনলোড কম্পোনেন্ট ঠিক করে ‘Install’ করুন।
– এরপর ইন্সটলেসন শেষ হলে ‘Next’ চাপুন।
– শেষে ‘Finish’ বাটনে ক্লিক করলে ‘BleachBit’ অটোমেটিক ওপেন হবে।
৩. ব্লিচবিট (BleachBit) চালানোর উপায়:
– প্রথমে প্রোগ্রামটি ওপেন করুন।
– বাম পাশে দেখবেন বিভিন্ন সফটওয়্যার ও সিস্টেমের junk ফাইলগুলোর লিস্ট (যেমন: Chrome Cache, Windows Temp Files, System, Windows logs ইত্যাদি)।
– যেগুলো ক্লিন করতে চান, সেগুলোতে টিক (✓) দিন।
– Preview বাটনে ক্লিক করলে দেখবেন কোন ফাইলগুলো ডিলিট হবে (এটা optional)।
– Clean বাটনে ক্লিক করলেই নির্বাচিত ফাইলগুলো ডিলিট হয়ে যাবে!
পরিশেষে বলা যায়, ব্লিচবিট শুধু একটি ক্লিনিং টুল নয়, এটি আপনার ডিজিটাল গোপনীয়তার রক্ষাকবচ। তবে একে শক্তিশালী অস্ত্রের মতোই বিবেচনা করুন – সতর্কতার সাথে ব্যবহার করুন। প্রথমে ছোটখাটো ফাইল দিয়ে টেস্ট করুন, তারপর গুরুত্বপূর্ণ ফাইল মুছুন। এভাবে আপনি আপনার ডিজিটাল জীবনকে আরও সুরক্ষিত করতে পারবেন।