ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট খুবই জনপ্রিয় একটি বিষয়। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও অবস্থানের গোপনীয়তা রক্ষার্থে, সেন্সরশিপ এড়িয়ে ব্লক করা হয়েছে এমন ওয়েবসাইট ব্রাউজ করতে কিংবা যেকোনো ধরনের স্পর্শকাতর কন্টেন্ট ব্রাউজ করতে অনেকেই এখন ভিপিএন ব্যবহার করে।

আপনার ইন্টারনেট কার্যক্রম গোপন রাখতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করতে পারেন। ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন আপনার কম্পিউটার এবং এর সার্ভারের মধ্যে একটি গোপন ও নিরাপদ সংযোগ স্থাপন করে। আপনি ভিপিএন সার্ভারে যুক্ত থাকা অবস্থায় যা কিছু করবেন সেগুলো একটি এনক্রিপটেড টানেলের মধ্যে দিয়ে আদান প্রদান করা হবে এবং আপনার নিজের ইন্টারনেটের আইপি এড্রেস পরিবর্তন হয়ে যে সার্ভারে যুক্ত আছেন সেটি দেখাবে। যা আপনাকে গোপনীয়তা এবং নিরাপত্তা প্রদান করে। ধরুন আপনি কোনো একটি হোটেলে রয়েছেন অথবা কোনো একটি মেট্রো স্টেশনে, এইসব জায়গাগুলোতে পাওয়া ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে আপনি যদি আপনার কম্পিউটার বা মোবাইল ফোন কানেক্ট করে ব্যবহার করেন সেখানে আপনার প্রাইভেসি লিক ও তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকতে পারে কারণ আপনি জানেন না সেই নেটওয়ার্ক নিরাপদ কিনা। সেক্ষেত্রে আপনি ভিপিএন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ইন্টারনেট সংযোগ নিরাপদ করতে পারেন।

ভিপিএন ব্যবহারের আরও কিছু সুবিধা রয়েছে-

  • আপনার ইন্টারনেট সংযোগে কোন ওয়েবসাইট ব্লক করা থাকে সেগুলো ভিপিএন দিয়ে প্রবেশ করা যায়। 
  • নিজের আইপি ঠিকানা পরিবর্তন করে প্রাইভেসি নিশ্চিত করা যায়। যার ফলে আপনি অবস্থান ট্র্যাক করা থেকে রক্ষা পাবেন। 
  • ইন্টারনেটের সকল কার্যক্রম তৃতীয় পক্ষ থেকে গোপন রাখা যায়। 
  • অন্য কোন দেশের আইপি ঠিকানা ব্যবহার করে সেই দেশের জন্য এক্সক্লুসিভ তথ্য বা কন্টেন্ট দেখা যায়। 

তবে মনে রাখতে হবে যে-

  • আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপি (ISP) বুঝতে পারবে যে আপনি ভিপিএন ব্যবহার করছেন। 
  • পৃথিবীর বিভিন্ন দেশে ভিপিএন ব্যবহার অবৈধ। 
  • আপনি যখন একটি ভিপিএন ব্যবহার করেন তখন ঐ ভিপিএন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আপনার সকল ইন্টারনেট কর্মকাণ্ড দেখতে সক্ষম। তাই, এমন ভিপিএন ব্যবহার করুন যেটা আপনার তথ্য অন্য কাউকে প্রদান করে না বা আপনার কার্যক্রমের কোন তথ্য সংরক্ষণ করে না। 

তাই আর্থিক সক্ষমতা থাকলে একটি ভাল মানের ভিপিএনের লাইসেন্স কিনে ব্যবহার করুন। বেশিরভাগ ফ্রি ভিপিএন নিরাপদ নয়, তারা আপনার তথ্য অন্যের নিকট বিক্রি করে অর্থ উপার্জন করে। তবে বিনামূল্যে ব্যবহারের জন্য সাইফন একটি নিরাপদ ভিপিএন, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি বিভিন্ন পেইড ভিপিএন পরিষেবা প্রদানকারী কিছু সীমাবদ্ধতার সঙ্গে তাদের ভিপিএন বিনামূল্যে ব্যবহার করতে দেয়। প্রোটন ভিপিএন সেগুলোর মধ্যে অন্যতম। 

 

A free in-person training is happening every month!