দৈনন্দিন কাজের শেষে বিনোদনের জন্য স্মার্টফোনটা হাতে নিলেন আপনি। কিছুক্ষণ সামাজিক মাধ্যমগুলোতে সময় কাটিয়ে এরপর আসলেন সম্প্রতি ইনস্টল করা গেম অ্যাপে। পরিচিত কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে আলোচনায় অথবা সামাজিক মাধ্যমে দেখানো বিজ্ঞাপনে হয়তো অ্যাপটি সম্পর্কে জেনেছিলেন এবং মনে হয়েছিল সময় কাটানোর জন্য একটি ভালো মাধ্যম এটি। তাই কেনোরকম যাচাই-বাছাই না করেই ইনস্টল করলেন অ্যাপটি। তবে কখনো কী ভেবে দেখেছেন যেকোনো অ্যাপের বিস্তারিত অংশ না পড়ে, যাচাই না করে ইনস্টল করার মাধ্যমে নিজেই নিজেকে ঝুঁকিতে ফেলছেন আপনি? একটি অ্যাপের মাধ্যমেই আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে যে কেউ; যা আপনার আর্থিক ক্ষতিরও কারণ হতে পারে।

বিভিন্ন ধরনের সেবা নিতে, আর্থিক লেনদেনে, কাজের প্রয়োজনে কিংবা বিনোদনের জন্য প্রায়শই নানা ধরণের অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করি আমরা। কোন অ্যাপ ডিভাইসের কি ধরনের তথ্য সংগ্রহ করবে, সেটি অন্য কোথাও ব্যবহার করবে কি না তা প্রায়শই যাচাই করিনা আমরা। কিন্তু আপনার অনলাইন নিরাপত্তা রক্ষার্থে এসব জিনিস যাচাই করা অতি গুরুত্বপূর্ণ।

অনলাইনে ব্যক্তি গোপনীয়তা এবং নিরাপত্তা বজায়ে রাখতে যেকোনো অ্যাপকে প্রয়োজন ছাড়া বাড়তি কোনো অ্যাক্সেস দেওয়া যাবেনা। ছবি, ভিডিও, মাইক্রোফোন, কন্ট্যাক্ট নাম্বার, ফাইল-ফোল্ডার ইত্যাদির অ্যাক্সেস প্রয়োজন ছাড়া একেবারেই শেয়ার করা যাবেনা। যেমন– আবহাওয়ার একটি অ্যাপের অবস্থান (Location) প্রয়োজন, কিন্তু যোগাযোগের তালিকা (Contacts) বা এসএমএস (SMS)-এর প্রয়োজন নেই। এছাড়াও, অধিকাংশ অ্যাপ ডিভাইসে লোকেশন অ্যাক্সেস চেয়ে থাকে কাজকর্মের লোকেশনসহ ট্র্যাক রাখার জন্য। শুনে ফিচারটি উপকারি মনে হলেও তা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে আপনার যেকোনো ক্ষতি করা সম্ভব। সুতরাং, প্রয়োজন ছাড়া অপরিচিত কোন অ্যাপ ডাউনলোড করার সময় অবশ্যই তার ডেটা প্রাইভেসি সেকশন বা ডেটা সিকিউরিটি সেকশন দেখে নেওয়া এবং জেনে-বুঝে প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস দেওয়া জরুরী।

গোপনীয়তা (Privacy) এবং নিরাপত্তা (Security) বজায় রাখার জন্য আপনার মোবাইল ডিভাইসে অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ করা ও অ্যাপ পারমিশন নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড নাকি আইফোন (iOS) তার ওপর নির্ভর করে ধাপগুলো সামান্য ভিন্ন হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য-

অ্যান্ড্রয়েডে আপনি দুটি প্রধান উপায়ে অনুমতিগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন- নির্দিষ্ট অ্যাপ ধরে অথবা পারমিশনের ধরন ধরে (Permission Manager)।

১. একটি নির্দিষ্ট অ্যাপের অনুমতি পরিবর্তন
–      আপনার ডিভাইসের সেটিংস (Settings) অ্যাপটি খুলুন।
–      অ্যাপস (Apps) বা অ্যাপস ও নোটিফিকেশনস (Apps & notifications)-এ ট্যাপ করুন।
–      যে অ্যাপটির অনুমতি পরিবর্তন করতে চান, সেটিতে ট্যাপ করুন। যদি খুঁজে না পান, তাহলে সকল অ্যাপ দেখুন (See all apps) অপশনে ট্যাপ করে অ্যাপটি বেছে নিন।
–      পারমিশনস (Permissions)-এ ট্যাপ করুন।
–      একটি সেটিং পরিবর্তন করতে, সেই পারমিশনটির ওপর ট্যাপ করে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন, যেমন:

  • অ্যাপ ব্যবহার করার সময় শুধু অনুমতি দিন (Allow only while using the app)
  • প্রতিবার জিজ্ঞাসা করুন (Ask every time)
  • অনুমতি দেবেন না (Don’t allow)

২. পারমিশনের ধরনে পরিবর্তন (Permission Manager ব্যবহার করে)
–     আপনার ডিভাইসের সেটিংস (Settings) অ্যাপটি খুলুন।
–     সিকিউরিটি ও প্রাইভেসি (Security & Privacy) এবং তারপর প্রাইভেসি (Privacy)-তে ট্যাপ করুন (কিছু ডিভাইসে সরাসরি প্রাইভেসি থাকে)।
–     পারমিশন ম্যানেজার (Permission manager)-এ ট্যাপ করুন।
–     একটি পারমিশনের ধরনের ওপর ট্যাপ করুন (যেমন: লোকেশন/অবস্থান, ক্যামেরা বা মাইক্রোফোন)।
–     এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ এই ডেটা অ্যাক্সেস করার অনুমতি পেয়েছে। অ্যাপটিতে ট্যাপ করে তার পারমিশন সেটিং পরিবর্তন করুন।

আইফোন (iOS) ডিভাইসের জন্য-

আইফোনে, আপনি যে তথ্যের বিভাগটি সুরক্ষিত রাখতে চান (যেমন ফটো, কন্ট্যাক্টস বা লোকেশন) সেটির ওপর ভিত্তি করে পারমিশন নিয়ন্ত্রণ করতে পারেন।

  • সেটিংস (Settings)-এ যান।
  • প্রাইভেসি ও সিকিউরিটি (Privacy & Security)-তে ট্যাপ করুন (পুরোনো iOS সংস্করণে শুধু Privacy)।
  • তথ্যের একটি বিভাগে ট্যাপ করুন, যেমন ফটোস (Photos), কন্ট্যাক্টস (Contacts), মাইক্রোফোন বা লোকেশন সার্ভিসেস (Location Services)।
  • আপনি সেই ডেটার অ্যাক্সেস চেয়েছেন এমন অ্যাপগুলোর একটি তালিকা দেখতে পাবেন।
  • তালিকার যেকোনো অ্যাপের জন্য অ্যাক্সেস অন (On) বা অফ (Off) করতে টগল ব্যবহার করুন।

আইফোনের কিছু সহায়ক বৈশিষ্ট্য:

অ্যাপ প্রাইভেসি রিপোর্ট (App Privacy Report): Settings > Privacy & Security-এর নিচে এটি পাবেন। এখানে আপনি দেখতে পারবেন গত সাত দিনে অ্যাপগুলো আপনার দেওয়া অনুমতিগুলো কীভাবে ব্যবহার করেছে এবং তাদের নেটওয়ার্ক কার্যকলাপ কেমন ছিল।

সকল ডিভাইসের জন্য-

  • নিয়মিত পর্যালোচনা: সময়-সময় অ্যাপের পারমিশনগুলো পর্যালোচনা করা ভালো অভ্যাস, বিশেষ করে বড় কোনো সফটওয়্যার আপডেটের পরে।
  • প্রয়োজন অনুসারে অনুমতি: একটি অ্যাপকে কেবলমাত্র তার কাজ করার জন্য আবশ্যক অনুমতিটুকুই দিন। উদাহরণস্বরূপ, একটি নোট নেওয়ার অ্যাপের
  • আপনার ক্যামেরা বা অবস্থান (Location) অ্যাক্সেসের প্রয়োজন নাও হতে পারে।
  • অব্যবহৃত অ্যাপ সরিয়ে দিন: আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন না, সেগুলো সম্পূর্ণরূপে ডিলিট (Delete) করে দিন যাতে তারা আপনার ডেটা অ্যাক্সেস করতে না পারে।
A free in-person training is happening every month!